১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০০

টেকনাফে ৪ লাখ ২০ হাজার ইয়াবাসহ ট্রলার জব্দ

নিজস্ব প্রতিবেদক:

টেকনাফে কোস্টগার্ড সদস্যরা গভীর সাগরে অভিযান চালিয়ে চার লাখ ২০ হাজার ইয়াবা বড়িসহ ট্রলার জব্দ করেছে।
জানা যায়, আজ শনিবার দুপুর সাড়ে ১২ টায় টেকনাফ কোস্টগার্ড স্টেশন চত্বরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. জাফর ইমাম সজীব।
তিনি জানান, গত শুক্রবার সন্ধ্যায় মিয়ানমার থেকে ইয়াবার চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় বিশেষ টহল দল নিয়ে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের অদূরে অভিযানে গেলে ইয়াবা চোরাকারবারীরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ট্রলারটি ছিদ্র করে সাগরে ঝাঁপ দিয়ে অন্য ট্রলারে উঠে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। ঘটনাস্থল থেকে ডুবন্ত ট্রলারটি জব্দ করে সেন্টমার্টিনের কিনারায় নেয়া হয়। এরপর তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বস্তাভর্তি ইয়াবা জব্দ করা হয়। পরবর্তীতে তা কোস্টগার্ড স্টেশন চত্বরে নিয়ে গণনা করে ৪ লাখ ২০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
টেকনাফ মডেল থানায় একটি জিডি দায়ের পূর্বক জব্দকৃত ইয়াবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে জমা দেয়ার প্রস্তুতি চলছে।

 দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :জানুয়ারি ১৩, ২০১৮ ৭:৩৩ অপরাহ্ণ