নিজস্ব প্রতিবেদক:
পিকআপ ভ্যানের সঙ্গে একটি ডেমু ট্রেনের সংঘর্ষের পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের মধ্যে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়েছে।উদ্ধার কাজ শেষ হওয়ার পর শনিবার বেলা সোয়া ৩টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছেন কুমিল্লা রেল স্টেশনের উপ-সহকারী পরিচালক লিয়াকত আলী মজুমদার।
তিনি জানান, সকাল সাড়ে ৯টার দিকে কুমিল্লা সদর উপজেলার বানাশুয়া এলাকায় রেল ক্রসিংয়ে বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে আখাউড়া থেকে কুমিল্লার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি ডেমু ট্রেনের সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা না ঘটলেও ট্রেনটি রেললাইন থেকে ছিটকে যায়। এতে চট্রগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
তিনি জানান, দুর্ঘটনার পর লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন এনে উদ্ধারকাজ চালানো হয়। উদ্ধার কাজ শেষ হওয়া পর বেলা সোয়া ৩টার দিকে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফিরোজ ইফতেখার জানান, দুর্ঘটনার বিষয়ে তদন্তের জন্য তাকে প্রধান করে ৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
দৈনিক দেশজনতা /এন আর