২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১১

খুলনায় ৪৯৪টি কাছিম উদ্ধার, আটক ৩

নিজস্ব প্রতিবেদক:

ভারতে পাচারকালে ৪৯৪টি কাছিম উদ্ধার করা হয়েছে। এসময় ৩জনকে আটক করা হয়েছে। শুক্রবার গভীর রাতে মহানগরীর জিরো পয়েন্ট এলাকা থেকে বন বিভাগ ও র‌্যাব যৌথ অভিযান চালিয়ে পিকআপ ভর্তি কাছিমগুলো উদ্ধার করে। শনিবার বিষয়টি নিশ্চিত করেন বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মদিনুল আহসান।

বন বিভাগ সূত্র জানায়, গোপন খবরের ভিত্তিতে জিরো পয়েন্ট এলাকায় একটি পিকআপ আটক করা হয়। ওই পিকআপের মধ্যে ৮টি ড্রামে বরিশালের বিভিন্ন বিল থেকে ধরা বিলুপ্ত প্রজাতির ৪৯৪টি কাছিম ছিল। বরিশালের আগৈলঝড়া উপজেলা থেকে সেগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে সাতক্ষীরার পাটকেলঘাটায় নিয়ে যাওয়া হচ্ছিল।

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মদিনুল আহসান জানান, কাছিমগুলো বন বিভাগের তত্ত্বাবধানে রয়েছে। সেগুলো ঢাকার ভাওয়াল ন্যাশনাল পার্কে পাঠানো হবে। এছাড়া এ ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা এবং আটক ৩ জনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ১৩, ২০১৮ ৩:২৭ অপরাহ্ণ