১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৪

দুর্বল অর্থনৈতিক অবস্থা নিয়েই সরকার নির্বাচনের দিকে যাচ্ছে: সিপিডি

নিজস্ব প্রতিবেদক:

দুর্বল অর্থনীতি নিয়েই সরকার আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে এগোচ্ছে বলে মন্তব্য করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সিপিডির বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য এ মন্তব্য করেন।
এ সময় তিনি বলেন, ঋণের ওপর কয়েকটি ব্যাংকে ব্যক্তির প্রাধান্য বিস্তার করছে। রাজনৈতিক বিবেচনায় অনুমোদন পাওয়া ব্যক্তি খাতের নতুন ব্যাংক কার্যকর হতে পারেনি। এসব ব্যাংক থেকে বিদেশে টাকাও পাচার হচ্ছে। সরকার এ বিষয়ে কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। অনিয়মের কার্যকর কোনো ব্যবস্থা নেয়া বাদে সরকার ব্যাংক আইনে পারিবারিক ক্ষমতা আরও বাড়িয়েছে। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দুর্বল অর্থনৈতিক অবস্থা নিয়েই সরকার আগামী নির্বাচনের দিকে যাচ্ছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ১৩, ২০১৮ ১:০৩ অপরাহ্ণ