২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৫৬

অবৈধপথে ভারতে যাওয়ার সময় একই পরিবারের আটক ৭

বেনাপোল প্রতিনিধি:

সীমান্তের অবৈধ পথে ভারতে যাওয়ার সময় শিশুসহ ৭ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বি‌জি‌বি সদস্যরা। শনিবার সকালে বেনাপোলের সাদিপুর সড়কের একটি দোকান থেকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে তিন শিশু, দুই নারী ও দুই পুরুষ রয়েছে।

বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাদিপুর সীমান্তের খাঁজা মার্কেটের ভেতরে শাহিন ভ্যারাটিস স্টোরে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। আটকরা হলেন- বাগেরহাট জেলার চিতলমারী থানার রাজনগর এলাকার দৌলু মন্ডল (৬৫), তার স্ত্রী অল্লাদি (৫০); ছেলে তোমল মণ্ডল (৭), তার স্ত্রী অর্চনা (৩০) ও তার তিন সন্তান তিথি (১০), তমা (৬), অর্থ মণ্ডল (৯) মাস। আটক ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা করা হয়েছে। তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :জানুয়ারি ১৩, ২০১৮ ১২:৪৯ অপরাহ্ণ