১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৪

কুমিল্লায় ট্রেন-ট্রাক সংঘর্ষ, ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের যোগাযোগ বন্ধ

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লায় ডেমু ট্রেনের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে ট্রেনটির ৮টি বগি লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। শনিবার সকাল সাড়ে নয়টার দিকে সদর উপজেলার বানাসোয়া ব্রিজ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ট্রাকের চালক ও তার সহকারী (হেলপার) আহত হয়েছেন। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

রেলওয়ের উপসহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, লাইনচ্যুতির পর কুমিল্লা স্টেশনে সুবর্ণা এক্সপ্রেস ট্রেনটি যাত্রীসহ আটকা পড়েছে। উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে। লাইনচ্যুত বগিটি উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :জানুয়ারি ১৩, ২০১৮ ১২:০৮ অপরাহ্ণ