১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০০

ইজতেমায় লাখো মুসল্লির জুমা আদায়

নিজস্ব প্রতিবেদক:

বিশ্ব ইজতেমায় লাখো মুসল্লির উপস্থিতিতে পবিত্র জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর দেড়টায় টঙ্গীর তুরাগ তীরের ইজতেমা ময়দানে বৃহত্তম এ জামাত হয়। জুমার নামাজে ইমামতি করেন কাকরাইল মসজিদের ইমাম হাফেজ জোবায়ের। এর আগে জুমার জামাতে অংশ নিতে লাখো ধর্মপ্রাণ মুসল্লি সকাল থেকেই গাজীপুর ও এর আশপাশের জেলা থেকে ইজতেমা মাঠে উপস্থিত হন। দুপুর ১২টার আগেই ইজতেমা মাঠ ছাপিয়ে এর আশপাশের এলাকায় অবস্থান নেন মুসল্লিরা।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড পর্যন্ত মুসল্লিরা জায়নামাজ, পাটি, কাগজ ও পলিথিন বিছিয়ে নামাজ আদায় করেন। এ সময় বিভিন্ন যানবাহন থেকে নেমে যাত্রীদেরও ইজতেমা ময়দানের প্রবেশ মুখে ওজুখানা থেকে ওজু করে নামাজে শরিক হতে দেখা যায়। কাপাসিয়া থেকে আসা সুলতান মাহমুদ বলেন, ‘ইজতেমায় বৃহত্তম জুমার জামাতে লাখো মুসল্লির সঙ্গে নামাজে অংশ নিতে এসেছি। আল্লাহর কাছে গোনাহ মাপের জন্য দোয়া করেছি।’

শেরপুরের নকলাগামী সোনার বাংলা পরিবহনের যাত্রী আকবর আলী জানান, তিনি ইজতেমা ময়দানে জায়গা না পেয়ে পলিথিন বিছিয়ে মহাসড়কে জুমার নামাজ আদায় করেছেন। ইজতেমার মুরব্বি প্রকৌশলী গিয়াস উদ্দিন বলেন, ‘বাদ জুমা ইজতেমায় বয়ান করবেন বাংলাদেশের মাওলানা মোহাম্মদ হোসেন, বাদ আছর বয়ান করবেন হাফেজ জোবায়ের ও বাদ মাগরিব বয়ান করবেন মাওলানা মোহাম্মদ রবিউল হক।’

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ১২, ২০১৮ ৩:৩৮ অপরাহ্ণ