১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩১

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি সবাইকে মেনে চলতে হবে: ম্যাক্রন

আন্তর্জাতিক ডেস্ক:

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন, ইরানের সঙ্গে সই হওয়া পরমাণু সমঝোতা সবাইকে মেনে চলতে হবে। ম্যাক্রন বলেছেন, এই সমঝোতায় সই করা সব দেশেরই তা মেনে চলার দায়িত্ব রয়েছে।

গতকাল বৃহস্পতিবার এক টেলিফোন সংলাপে ম্যাক্রন ফ্রান্সের পক্ষ থেকে এ সমঝোতা দৃঢ়ভাবে মেনে চলার বিষয়টি নিশ্চিত করেন এবং সবাইকে এ সমঝোতা মেনে চলার গুরুত্ব তুলে ধরেন। ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে। ফোনালাপে ট্রাম্প তার ভাষায় বলেছেন, ইরানকে অবশ্যই মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টির তৎপরতা বন্ধ করতে হবে।

এর আগে, পরমাণু সমঝোতার প্রতি সমর্থন প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে গতকাল বৃহস্পতিবার ওই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি।ইরানি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ১২, ২০১৮ ২:৫২ অপরাহ্ণ