টাঙ্গাইল প্রতিবেদক:
টাঙ্গাইলে বেলাল খান রঞ্জু (৩০) নামে এক জেএমবি সদস্যকে সাড়ে ১৫ বছরের কারাদণ্ড প্রদান করেছে আদালত। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রবিউল হাসান এ রায় দেন।
একই সাথে তাকে তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
বেলাল খান গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের খানপাড়ার মৃত সজ্জল হোসেনের ছেলে।
টাঙ্গাইলের কোর্ট পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, ২০১৬ সালের আগষ্ট মাসে বেলাল খান রঞ্জুকে বিপুল সংখ্যক জিহাদী বই ও বিস্ফোরক দ্রব্যসহ গ্রেপ্তার করে পুলিশ। পরে পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করে। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আজ এ রায় দিয়েছেন।
দৈনিক দেশজনতা /এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

