১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:৫২

রৌমারীতে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

কুড়িগ্রাম প্রতিবেদক:
কুড়িগ্রামের রৌমারী উপজেলার পূর্ব কাউয়ারচর সীমান্তে বিএসএফের গুলিতে কদম আলী ওরফে শহর আলী (৩৫) নামের এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। উপজেলার পূর্ব কাউয়ারচর সীমান্তে বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত কদম আলী পূর্বকাউয়ারচর গ্রামের ছয়নউদ্দিনের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, পূর্ব কাউয়ারচর সীমান্তের ৫৭/৫৮ আন্তর্জাতিক পিলারের মাঝমাঝি দিয়ে বাংলাদেশি ১০/১২জন গরু ব্যবসায়ী নো-ম্যান্সল্যান্ডে ঢুকে গরু পাচার করছিলেন। এ সময় ভারতের ৫৭ ব্যাটালিয়নের দিয়ারা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে কদম আলী (৩৫) মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। সাথীরা তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে যান। তিনি দুপুর মারা যান।
নিহতের স্ত্রী শাহিনুর বেগম জানান, সকাল ৭টার দিকে গরু ব্যবসায়ী রফিয়াল ও সোনাউল্লাহ উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন।
জামালপুর-৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক মো. আতিকুর রহমান জানান, ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চেয়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :জানুয়ারি ১১, ২০১৮ ৮:১৪ অপরাহ্ণ