নিজস্ব প্রতিবেদক:
দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা খাতের বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) -এর ২০১৬-১৯ মেয়াদের আগামী দুই মাসের জন্য কার্যনির্বাহী পরিষদের সভাপতি হলেন সৈয়দ আলমাস কবীর। একই সঙ্গে বেসিসের পরিচালক নির্বাচিত হয়েছেন দেলোয়ার হোসেন ফারুক। আজ (বৃস্প্রতিবার) বেসিস কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
মোস্তাফা জব্বার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী নির্বাচিত হওয়ায় বেসিস সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন। ফলে তার শূন্য আসনে বেসিসের বাকি ৮ কার্যনির্বাহীর ভোটে দেলোয়ার হোসেন ফারুককে নির্বাচিত করা হয়েছে। এরপর নতুন সভাপতি নির্বাচন করা হয় সৈয়দ আলমাস কবীরকে। এছাড়া আরও কোন পদে পরিবর্তন করা হয়নি।
দেলোয়ার হোসেন ফারুক বেসিসের মেম্বারস ওয়েলফেয়ার কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
এদিকে দেশের তথ্যপ্রযুক্তি খাতের অন্যতম শীর্ষ বাণিজ্য সংগঠন বেসিসের ২০১৮-১৯ মেয়াদের নির্বাচন আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হবে। এর ফলে বর্তমান কমিটি আগামী দুই মাস দায়িত্ব পালন করবেন।
গত বুধবার নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছিলো।তফসিল অনুয়ায়ী নির্বাচনে ভোটার হতে আগামী ৩১ জানুয়ারির মধ্যে সদস্যদের বকেয়া পরিশোধ করতে হবে।
দৈনিক দেশজনতা /এন আর