১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৮

তুষারের চাদরে ঢাকা সাহারা মরুভূমি

আন্তর্জাতিক ডেস্ক:

তুষারের চাদরে ঢাকা পড়েছে ধূ ধূ বালির সাহারা মরভূমি। গত ৪০ বছরের মধ্যে এ নিয়ে তৃতীয় বারের মতো সাহারায় তুষারপাতের ঘটনা ঘটল। তথ্য বলছে, এর আগে ১৯৭৯ সালে তুষারপাত হয়েছিল সাহারায়। তার আগে সাহারায় তুষারপাতের ঘটনা জানা যায় না। সে বছর আলজেরিয়ার বিশাল অঞ্চল জুড়ে বরফ পড়েছিল। আধ ঘণ্টার জন্য নাকি স্তব্ধ হয়ে গিয়েছিল ট্রাফিক।

২০১৬ সালের ডিসেম্বরে শেষ বার বরফ পড়েছিল সাহারায়। গত রবিবার ভোর থেকেই বরফ পড়তে শুরু করে সাহারার আইন সেফ্রা শহরে। ভূমধ্যসাগর থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরের এই শহর দক্ষিণ আলজেরিয়ায় অবস্থিত। দ্য ইন্ডিপেন্ডেন্টের খবর অনুযায়ী, ওই শহরের একেক জায়গায় ৪০ সেন্টিমিটার পর্যন্ত পুরু বরফ পড়েছিল। ইউরোপের মারাত্মক ঠান্ডা আবহাওয়ার জন্যই এই তুষারপাত বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

নিউইয়র্ক টাইমসকে দেয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের কোলন বিশ্ববিদ্যালয়ের ভূবিজ্ঞানী স্টেফান ক্রোপলিন বলেছেন, আয়তনে সাহারা এতটাই বড় যে, সর্বত্র নজর রাখা প্রায় অসম্ভব। ফলে এটা নিশ্চিত ভাবে বলা সম্ভব নয় যে, সাহারায় গত ৪০ বছরে তিন বারই মাত্র বরফ পড়েছে। এটাও হতে পারে যে, নজরদারির বাইরের কোনও অঞ্চলে এর মধ্যেও তুষারপাত হয়েছে। সূত্র: আনন্দবাজার পত্রিকা

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ১১, ২০১৮ ৩:৪৮ অপরাহ্ণ