আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি আরবের বিমান আগ্রাসন থেকে রাজধানী সানাসহ কয়েকটি প্রদেশের আবাসিক এলাকা রক্ষার জন্য নিজেদের তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে ইয়েমেন। দেশটির আল-মাসিরা টেলিভিশন চ্যানেল জানায়, আনসারুল্লাহ সমর্থিত বিমানবাহিনী সৌদি আরবের জঙ্গিবিমান ভূপাতিত করার জন্য এ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েন করেছে।
গত সোমবার নতুন এ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সৌদি আরবের দুই ইঞ্জিনের একটি এফ-১৫ জঙ্গিবিমান ভূপাতিত করা হয়। এ বিমান সব রকমের পরিস্থিতি মোকাবেলা করে আকাশে উড়তে পারে। ইয়েমেনের সাদাপ্রদেশে সৌদি আরবের একটি জঙ্গিবিমান ভূপাতিত করার অল্পসময়ের মধ্যে নতুন করে এফ-১৫ বিমান ভূপাতিত করা হয়। ইয়েমেনের বিমানবাহিনী ও বিমান প্রতিরক্ষা বিভাগের কমান্ডার মেজর জেনারেল ইব্রাহিম আশ-শামি যোদ্ধাদের এসব সফলতার প্রশংসা করেছেন।
দৈনিকদেশজনতা/ আই সি