আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি নেতৃত্বাধীন প্রধান আরব দেশসমূহের নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ততার জন্য ক্ষতিপূরণ চাওয়ার পরিকল্পনা করছে দোহা। গত বছর জুন মাসে কাতারের বিরুদ্ধে সকল ধরণের সম্পর্ক ছিন্ন করে নিষেধাজ্ঞা আনে আরব দেশগুলো। সকল ধরণের আইনি বৈধতা থাকা সত্ত্বেও কোন ধরণে বাণিজ্যের সুযোগ পাচ্ছে না বলে এক সংবাদ সম্মেলনে জানায় কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লুলোয়া আল-খাতের। তিনি বলেন, এটি রীতিমত অর্থনৈতিক যুদ্ধ।
আট মাস ধরে কাতারের ওপর নিষেধাজ্ঞা অব্যাহত আছে। সন্ত্রাসবাদের সাথে যোগসাজশের অভিযোগে সৌদি আরব, আরব আমিরাত, বাহরাইন, মিশর দেশটির ওপর কূটনৈতিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আনে। কাতার বারবার তার ওপর আনা অভিযোগ অস্বীকার করে আসছে। সেইসাথে সংকট নিরসনে সংলাপের আহবানও করেছে বেশ কয়েকবার।
এদিকে চলতি সপ্তাহের শুরুতে, কাতারের বিরুদ্ধে ঘৃণ্য প্রচারণার জন্য উপরোক্ত চার দেশকে দায়ী করেছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা। সেখানে কাতারের আমিরকে হত্যার হুমকিকেও আমলে নেয়া হয়। এতে বলা হয়, শুধু ২০১৭ সালের জুন থেকে অক্টোবরের মধ্যে এ চারটি আরব দেশে কাতারের বিরুদ্ধে ১,১২০ প্রবন্ধ ও ৬০০ ব্যাঙ্গচিত্র প্রকাশ করা হয়েছে। সূত্র: দ্য নিউ আরব।
দৈনিক দেশজনতা / আই সি