নিজস্ব প্রতিবেদক:
সরকারি-বেসরকারি ও আধাসরকারি সংস্থার উন্নয়নের চিত্র তুলে ধরে দেশের উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে জনগণকে সম্পৃক্ত করতে রাজধানীতে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘উন্নয়ন মেলা ২০১৮’। সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মেলাপ্রাঙ্গণ রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমি চত্বরে বুধবার এক সংবাদ সম্মেলনে উন্নয়ন মেলার সার্বিক দিক তুলে ধরেন ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।
তিনি বলেন, “২০২১ সালের মধ্যে ‘ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ’ এবং ২০৪১ সালের মধ্যে ‘উন্নত বাংলাদেশ’ গঠনে সরকার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সেগুলো জনগণকে অবহিত করতে এবং তার সাথে জনগণকে একাত্ম করতেই আমাদের এ আয়োজন।” দেশের সব মন্ত্রণালয়, সেনা, নৌ ও বিমানবাহিনী এবং পুলিশ-আনসারসহ বিভিন্ন সরকারি, আধা সরকারি ও বেসরকারি সংস্থা এ মেলায় অংশ নেবে বলে জানান জেলা প্রশাসক। “বিভিন্ন ডিপার্টমেন্টগুলো তাদের নিজ নিজ কার্যক্রম জনগণের সামনে উপস্থাপন করবে। এতে জনগণ অবহিত হতে পারবেন এবং এ কাজের সাথে একাত্মতা প্রকাশ করতে পারবেন।“
ঢাকা জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এ মেলায় বিভিন্ন বিভাগের ৯০টিরও বেশি স্টল থাকবে।
সরকারি সংস্থাগুলো তাদের বিভিন্ন সেবা মেলা থেকে সরাসরি দর্শনার্থীদের দেবে। এছাড়া আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দেশের মুক্তিযুদ্ধ ও আর্থ-সামাজিক উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হবে।
দৈনিক দেশজনতা/এন এইচ