নিজস্ব প্রতিবেদক:
ঢাকা (উত্তর) সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি তার প্রাথীতা ঘোষণা করেছেন। আজ বুধবার পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক জরুরি সভায় ঢাকা (উত্তর) সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির প্রার্থীতা অনুমোদন করা হয়।
এ ব্যাপারে দলের ওই সভায় জানানো হয় যে, নাগরিকদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে ঢাকাকে একটা মানবিক, প্রকৃতিবান্ধব, শিশুর প্রতি দায়িত্বশীল, নারীর জন্য নিরাপদ ও মর্যাদাসম্পন্ন, তরুণ প্রজন্মের কর্মোদ্দীপনায় উপযোগী প্রাণচঞ্চল নগরী হিসাবে প্রতিষ্ঠার লক্ষ্যে তারা প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত গৃহীত হয়। জনগণের অংশগ্রহণের মাধ্যমে একটা দুর্নীতিমুক্ত সচল নগর প্রতিষ্ঠাই তার লক্ষ্য।
নির্বাচনে অংশ নেয়ার কারণ হিসেবে সাকি জানান, ‘তাদের শাসকদের বড় দুই দলের তৎপরতায় ঢাকা আজ অচল, মৃতপ্রায় নগরীতে পরিণত হয়েছে। ঢাকাকে বাঁচানো দরকার। দরকার এদের রাজনীতির বাইরে ঢাকার জনগণকে ঐকবদ্ধ করা। দরকার সারা দেশে জনগণের ভেতর পরিবর্তনের যে আকাঙ্খা তৈরি হয়েছে তাকে ঢাকার জনগণের ভেতর ছড়িয়ে দেয়া, গভীরতর করা। দেশকে রক্ষার কাজের অংশ হিসাবে আজ ঢাকা রক্ষার প্রশ্নটিও সামনে এসেছে। তিনি তার এ কাজকে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন সভায়।
দৈনিক দেশজনতা /এন আর