১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০০

সা’দকে দিল্লি ফেরত না পাঠানো পর্যন্ত অবরোধের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:

ভারতের তাবলিগ জামাতের মুরব্বি মুহাম্মদ সা’দকে দিল্লিতে ফেরত না পাঠানো পর্যন্ত বিমানবন্দর সড়কে অবরোধ অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে তাবলিগকর্মী ও কওমিপন্থী আলেমদের একাংশ। সরকারের সিদ্ধান্ত অমান্য করে মাওলানা মোহাম্মদ সা’দ তাবলিগ জামাতে অংশ নিতে ঢাকায় এসেছেন এমন বক্তব্য দিয়ে আজ বুধবার সকাল ১০টা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের প্রধান পথে বিক্ষোভ-সমাবেশে অভিযোগ করেন বিক্ষুব্ধরা।
বিক্ষোভ-সমাবেশ ও অবরোধের ফলে ওই গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়তে যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। এতে সাধারণ যাত্রী ছাড়াও দেশের বাইরে থেকে আসা যাত্রীদের চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়। অনেকে বাধ্য হয়ে হেঁটে গন্তব্যের দিকে রওয়ানা হন। যেখানে আলেমরা বিক্ষোভ করছেন, তার পেছনে একটি ব্যানারে লেখা রয়েছে, ‘মাওলানা সা’দ সাহেবের সরকারের সিদ্ধান্ত উপেক্ষা করে বিশ্ব ইজতেমায় আসার অপচেষ্টার বিরুদ্ধে সর্বস্তরের ইমানদারদের তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ-সমাবেশ’।
বিক্ষোভে থাকা তাবলিগ সুরক্ষা কমিটির সদস্য মুফতি রাশেদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘যতক্ষণ সরকারের পক্ষ থেকে মাওলানা সা’দকে ভারতে ফেরত পাঠানোর সুনির্দিষ্ট ঘোষণা না আসবে, ততক্ষণ আমরা সড়ক অবরোধ করে রাখব। সারা দেশ থেকে দলে দলে আরো কর্মীরা আসবে এখানে। আমরা আশ্বস্ত না হলে এখান থেকে যাচ্ছি না।’

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ১০, ২০১৮ ৫:৪৫ অপরাহ্ণ