১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০২

প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ১২ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক:

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের ৪ বছর পূর্তি উপলক্ষে আগামী ১২ জানুয়ারি বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংশ্লিষ্ট সূত্রে এমনটাই জানা গেছে।

ওই দিন সন্ধ্যায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, যা বাংলাদেশ বেতার ও টেলিভিশনসহ বেসরকারি টেলিভিশন-রেডিও সরাসরি সম্প্রচার করবে। ভাষণে বিগত সময়ের অর্জন ও দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন তিনি।

উল্লেখ্য, ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট নিরঙ্কুশ জয়লাভ করে। ওই বছর ১২ জানুয়ারি শেখ হাসিনা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :জানুয়ারি ১০, ২০১৮ ৫:৩৮ অপরাহ্ণ