১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৮

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র হল থেকে ছাত্রী উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রদের আবাসিক হল থেকে এক ছাত্রীকে আটক করা হয়েছে। গত মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলের ১১৮ নম্বর কক্ষ থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। একই বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আবু বকর সিদ্দিক তালহা ওই কক্ষের আবাসিক ছাত্র।
জানা যায়, তালহা শহীদ সোহরাওয়ার্দী হলের ১১৮ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী। তালহার সঙ্গে ওই ছাত্রীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। তাদের দুজনের বাড়ি টাঙ্গাইল জেলায়। গত মঙ্গলবার সন্ধ্যায় প্রহরীর চোখ ফাঁকি দিয়ে ওই ছাত্রীকে রুমে নিয়ে যায় তালহা। এ সময় পাশের রুম থেকে মেয়েলি কণ্ঠ শুনে শিক্ষার্থীদের সন্দেহ হয়। পরে তারা তালহাকে রুমের দরজা খুলতে বলেন। খোলার পর ওই ছাত্রীকে তারা দেখতে পায়। শিক্ষার্থীরা তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা নিজেদের বিবাহিত পরিচয় দিয়ে কাগজপত্র দেখান।
এ ব্যাপারে তালহা বলেন, ‘আমরা মঙ্গলবার সন্ধ্যায় বিয়ে করি। ঢাকা যাওয়ার জন্য তাকে আমার হলের বাইরে রেখে আমি রুমে গেলে সে ভয় পেয়ে আমার রুমে এসে কিছুক্ষণ অবস্থান করে। ’
সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ প্রফেসর ড. মো. আনিসুর রহমান বলেন, ‘আবাসিক হলে মেয়েদের অতিথি কক্ষ পর্যন্ত প্রবেশের অনুমতি রয়েছে। সেখানে নিজ রুমে ছাত্রীকে নিয়ে যাওয়া নিয়ম বহির্ভুত কাজ। ক্যাম্পাস খোলার পর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।’
 দৈনিক দেশজনতা /এন আর
প্রকাশ :জানুয়ারি ১০, ২০১৮ ৫:২৯ অপরাহ্ণ