২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:১০

বিমানবন্দর থেকে বেরিয়ে কাকরাইলে মাওলানা সাদ

নিজস্ব প্রতিবেদক:

বিশ্ব ইজতেমায় যোগ দিতে ঢাকায় এসে বিক্ষোভের মুখে পড়া দিল্লির নিজামুদ্দিন মারকাজের জিম্মাদার মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভি তাবলিগের কাকরাইল শুরা কার্যালয়ে অবস্থান অবস্থান নিয়েছেন। এখানে সরকারের প্রতিনিধি ও তার অংশগ্রহণের বিরোধীপক্ষের সঙ্গে আলোচনা হবে। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে তিনি কাকরাইল শুরা কার্যালয়ে পৌঁছান বলে নিশ্চিত করেছেন পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার। এর আগে, আনুষ্ঠানিকতা সেরে বিকেল পৌনে ৩টার দিকে গাড়িযোগে কাকরাইলের উদ্দেশে মাওলানা সাদ বেরিয়ে যান বলে জানা গেছে।

এদিকে, মাওলানা সাদ কান্ধলভীর যেন বিশ্ব ইজতেমা ময়দানে প্রবেশ করতে না পারেন সেজন্য বিভিন্ন গাড়িতে তল্লাশি চালাচ্ছেন তাবলিগ জামাতের একটি অংশ। তারা বিমানবন্দর থেকে সিভিল এভিয়েশন হেড কোয়াটার্স গেট দিয়ে বের হওয়া সকল যানবাহনে তল্লাশি চালাচ্ছেন। এমনকি তল্লাশি চালানো হচ্ছে অ্যাম্বুলেন্সও। তবে শেষ খবর অনুাযায়ী বিক্ষোভকারীদের নজর এগিয়ে তিনি কাকরাইলের শূরা কার্যালয়ে অবস্থান করছেন বলে জানা গেছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ১০, ২০১৮ ৪:৪৪ অপরাহ্ণ