২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:২২

ভারত ছাড়াই আইপিএল

স্পোর্টস ডেস্ক:

আবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) হতে পারে দক্ষিণ আফ্রিকায়। এখনও সব কিছু চূড়ান্ত না হলেও ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এমন খবর দিয়েছে। ২০১৯ সালে ভারতে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে নিরাপত্তাব্যবস্থা নিয়ে সমস্যা হতে পারে। এমন দিক বিবেচনা করেই বিকল্প ভেন্যু হিসেবে দক্ষিণ আফ্রিকার নাম পছন্দ করেছেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) কর্মকর্তারা। তবে এখন কোনো কিছুই চূড়ান্ত না হলেও বিকল্প হিসেবে দক্ষিণ আফ্রিকাকেই প্রাধান্য দেয়া হচ্ছে। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডও আইপিএল আয়োজনে প্রস্তুত বলে খবরে বলা হয়েছে।

তবে বোর্ডকর্তাদের পছন্দ দক্ষিণ আফ্রিকা হলেও এখন প্রশ্ন একটাই- ভারতের মতোই আগামী বছর দক্ষিণ আফ্রিকায় নির্বাচন। সেক্ষেত্রে দ্বিতীয় বিকল্প হিসেবে ভেসে আসছে সংযুক্ত আরব আমিরাতের নাম। অন্য একটি সূত্র বলছে, আইপিএল কিছুটা এগিয়ে আনা হতে পারে। কারণ একদিনের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ইংল্যান্ড ও ওয়েলশে। আপাতত বোর্ডকর্তারা কী সিদ্ধান্ত নেন সেদিকেই তাকিয়ে ক্রিকেট সমর্থকরা।

এর আগে ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতেই হয়েছিল আইপিএলের দ্বিতীয় আসর। ২০১৪ সালেও দেশের বাইরে প্রথম দুই সপ্তাহ হয়েছিল আইপিএল। লোকসভা নির্বাচনের কারণে প্রথম দুই সপ্তাহ আইপিএল হয়েছিল সংযুক্ত আরব আমিরাতের মাটিতে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ১০, ২০১৮ ৩:২৮ অপরাহ্ণ