২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:১০

সুইজারল্যান্ডে প্রবল তুষারপাতে হাজার হাজার পর্যটক আটকা

আন্তর্জাতিক ডেস্ক:

সুইজারল্যান্ডের কয়েকটি পর্যটন স্থানে ভয়াবহ তুষারপাতে হাজার হাজার পর্যটক আটকা পড়েছে। এছাড়া স্কি রিসোর্ট হিসেবে পরিচিত বেশ কয়েকটি এলাকা থেকে পর্যটকরা ফিরতে পারছে না। প্রশাসনের পক্ষ থেকে সবাইকে সতর্ক করে বলা হয়েছে সর্বোচ্চ নিরাপদ স্থানে অবস্থান নিতে। কারণ যেকোনো মুহূর্তে তুষারধ্বস ঘটে জীবনের ঝুঁকি তৈরি করতে পারে।
কয়েকটি এলাকায় সোমবার ১ মিটার পুরু তুষার জমেছে। স্থানীয় আবহাওয়াবিদরা বলেছেন, মঙ্গলবার আরো ১ মিটার পুরু তুষার জমতে পারে। জানা গেছে, শুধু জারমাট এলাকাতেই ১৩ হাজারের বেশি পর্যটক অবরুদ্ধ হয়ে পড়েছে।
দৈনিকদেশজনতা/ আই সি
প্রকাশ :জানুয়ারি ১০, ২০১৮ ২:৩১ অপরাহ্ণ