আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রবল বৃষ্টি থেকে সৃষ্ট বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৩ জন হয়েছে। প্রাথমিকভাবে দুইজন নিহতের কথা বলা হয়। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, ভূমিধসের কারণে কোমর পর্যন্ত কাদা জমে গেছে। খবরে বলা হয়েছে, ১৬৩ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। আহত হয়েছে ২০ জন। চারজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কর্মকর্তারা।
পূর্ব সান্তা বারবারার রোমারিও ক্যানিওনে তিন শতাধিক লোক আটকা পড়েছে। পুলিশ বলছে এটি যেন বিশ্ব যুদ্ধের একটি যুদ্ধক্ষেত্র। প্রসঙ্গত, গত মাসেও দাবানলে ক্ষয়ক্ষতি হয়েছে ওই অঞ্চলের মানুষের। শহরের জরুরি সেবা বিভাগ বলছে, হতাহতের সংখ্যা বাড়তে পারে। এর আগে সোমবারই প্রায় ৩০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ।
সান্তা বারবারা জেলার ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র মাইক এলিয়াসন জানান, ব্যাপক বৃষ্টিপাতের কারণে এই ভূমিধসের ঘটনা ঘটেছে। কাউন্টি ফায়ার ক্যাপ্টেন দেভ জানিবোনি বলেছেন, মঙ্গলবার মন্টিসিটোতে ৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। সম্ভবত তারা ঝড়ে নিহত হয়েছে। মার্কিন কোস্টগার্ড উদ্ধার অভিযানে সহায়তা করতে একাধিক এয়ারশিপ পাঠিয়েছে। সেইসঙ্গে স্থানীয়দের ড্রোন না উড়ানোর পরামর্শ দিয়েছে। ওই এলাকার বাড়ির মালিকরা তাদের বাড়িতে কাদার ছবি শেয়ার দিয়েছেন। কাদা ও আবর্জনার কারণে কয়েকটি রাস্তা-ঘাট বন্ধ করে দেওয়া হয়েছে। ফেডারেল এমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি ক্যালিফোর্নিয়ার বাড়ির মালিকদের সতর্ক করে বলেছে, যেসব বাড়িতে এর আগে কখনও পানি উঠেনি সেগুলোও এখন ঝুঁকিতে আছে।
দৈনিক দেশজনতা /এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

