১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৯

সিরাজগঞ্জে ইয়াবাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক:

সিরাজগঞ্জের সলঙ্গায় র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মো. আইয়ুব আলী সরকার (৩৮) নামের একজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২। বুধবার বেলা ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর সাফায়াত আহাম্মদ সুমন। আটক আইয়ুব আলী সরকার বাগিচাপাড়া গ্রামের মৃত গোলাম আলীর ছেলে।

ক্যাম্প কমান্ডার মেজর সাফায়াত আহাম্মদ সুমন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে জেলার সলঙ্গা থানাধীন বাগিচাপাড়া গ্রামে অভিযান চালিয়ে আইয়ুব আলী সরকারকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা, ১টি মোবাইলসেট ও নগদ ৯ হাজার ৪৩০ টাকা উদ্ধার করা হয়। আটকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ১০, ২০১৮ ১১:৪৪ পূর্বাহ্ণ