বিনোদন ডেস্ক:
বাংলাদেশ ও বহির্বিশ্বে বেতার সম্প্রচারে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বহির্বিশ্ব কার্যক্রম,বাংলাদেশ বেতারের পরিচালক, কামাল আহমেদকে সম্প্রতি ফোবানা (ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা, কানাডা) অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ‘ফোবানা’ হচ্ছে উত্তর আমেরিকা অঞ্চলে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের বৃহত্তর পেশাজীবী এবং অরাজনৈতিক সামাজিক সংগঠন। কানাডাভিত্তিক এ সংগঠন দীর্ঘদিন যাবৎ উত্তর আমেরিকায় বাংলাদেশি সংস্কৃতির পৃষ্ঠপোষকতা করেছে। প্রতি বছর ‘ফোবানা’ তাদের দেশপ্রেমের দায়িত্ববোধ থেকে বাংলাদেশি সম্মানিত ব্যক্তিদের সম্মাননা প্রদান করে থাকে।
এ বছর তারা ৩১তম ফোবানা সম্মেলনে সম্মানিত অথিতি হিসেবে কামাল আহমেদকে নির্বাচিত করেছে। গত সেপ্টেম্বর ২০১৭তে কামাল আহমেদকে এই মনোনয়ন প্রদান করা হয়, কিন্তু ভিসা জটিলতার কারণে তিনি তখন কানাডা যেতে পারেননি। প্রেক্ষিতে সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত ফোবানা অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে গিয়ে তিনি এই পদক গ্রহণ করেন। এছাড়াও কামাল আহমেদ ২০১০ সালে ‘সার্ক কালচারাল পদক’, ২০১৫ সালে ‘বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশন পদক’, ২০১৭ সালে ভারতের মহারাজা বীরবিক্রম বিশ্ববিদ্যালয় হতে ‘অদ্বৈত মল্লবর্মন পদক’ এবং ২০১৭ সালে ভারত হতে ‘বীর শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত পদক’ লাভ করেন।
দৈনিক দেশজনতা /এন আর