১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০১

একদিন পর সচল বেনাপোল-পেট্রাপোল বন্দর

নিজস্ব প্রতিবেদক:

একদিন বন্ধ থাকার পর মঙ্গলবার সকাল ১১টা থেকে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে পুনরায় আমদানি-রফতানি শুরু হয়েছে। ভারতীয় পেট্রাপোলে সিএন্ডএফ এজেন্ট ও কাস্টমসের মধ্যে কাস্টমসের ঘুষ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়মের কারণে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে সোমবার সারাদিন দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ ছিল। অতিরিক্ত অর্থ আদায় ও নানা হয়রানির প্রতিবাদে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ করে দেয় ভারতের পেট্রাপোল চেকপোস্ট সিএন্ডএফ এজেন্ট ও বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতারা। তবে পাসপোর্টযাত্রী যাতায়াতসহ বেনাপোল বন্দর ও কাস্টমসের কার্যক্রম সচল ছিল।

এদিকে একদিন বন্ধ থাকার পর আমদানি-রফতানি শুরু হওয়ায় বেনাপোল বন্দরে কর্মচাঞ্চল্য ফিরে এলেও বেনাপোল চেকপোস্ট থেকে বন্দর এলাকায় বেড়েছে যানজট। এতে আমদানি পণ্যের দীর্ঘ লাইন পড়ে যায়। ভোগান্তিতে পড়েন পথচারীরা। ভারতের পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, পেট্রাপোল কাস্টমস অফিসের কর্মকর্তা কর্মচারীদের নানা হয়রানির প্রতিবাদে সোমবার সকাল থেকে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়। পরে বিকেলে প্রশাসনের সঙ্গে দফায় দফায় বৈঠক করেও কোনো সিদ্ধান্তে আসা যায়নি। রাতে পুনরায় বৈঠক করে সিঅ্যান্ডএফ এজেন্টের দাবি মেনে নেওয়ায় আমরা মঙ্গলবার সকাল থেকে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম সচল করেছি।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা হারুন অর রশিদ জানান, আমদানি-রফতানি শুরু হওয়ায় কর্মচাঞ্চল্য ফিরে এসেছে দু’দেশের বন্দর এলাকায়। দ্রুত পণ্য ছাড়করণের কাজ চালিয়ে যাচ্ছেন বলে তিনি জানান। বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম বলেন, একদিন বন্ধ থাকার পর আমদানি-রফতানি পুনরায় চালু হওয়ায় যানজট ও পণ্যজট হওয়া স্বাভাবিক। পণ্যজট কমাতে দ্রুত পণ্য খালাসের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ২৪ ঘণ্টা কাজও চলছে বলে তিনি জানান।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ৯, ২০১৮ ৩:৫৯ অপরাহ্ণ