স্পোর্টস ডেস্ক:
প্রথম ওয়ানডেতে বড় হারে সফর শুরু করে পাকিস্তান। দ্বিতীয় ওয়ানডেতেও নিউজিল্যান্ডের কাছে পাত্তা পেল না সরফরাজ আহমেদের দল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএল পদ্ধতিতে কিউইদের কাছে ৮ উইকেটে হেরেছে তারা। মঙ্গলবার নেলসনে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ। তবে তার সিদ্ধান্তকে যৌক্তিক প্রমাণ করতে পারেননি ব্যাটসম্যানরা। টপঅর্ডারে মোহাম্মদ হাফিজ (৬০) ও শোয়েব মালিক (২৭) ছাড়া আর কেউই দাঁড়াতে পারেননি। তবে লোয়ার অর্ডারে শাদাব খান (৫২) ও হাসান আলির (৫১) জোড়া হাফ-সেঞ্চুরিতে মান বাঁচে সফরকারিদের। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৯ উইকেটে ২৪৬ রান করে তারা।
নিউজিল্যান্ডের হয়ে ৩ উইকেট নিয়ে পাকিস্তানকে গুঁড়িয়ে দেন লুকি ফার্গুসন। ২টি করে উইকেট নিয়ে তাতে সামিল হন টোড অ্যাস্টল ও টিম সাউদি। ২৪৭ রানের জবাবে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। ৬৪ রান তুলতেই ২ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। এর পরই আকাশ ভেঙে বৃষ্টি নামে। এতে খেলা বন্ধ হয়ে গেলে কিউদের লক্ষ্য দাঁড়ায় ২৫ ওভারে ১৫১ রান। পরে তা টপকে যেতে বেগ পেতে হয়নি নিউজিল্যান্ডকে। কারণ এদিন হেসেছে মার্টিন গাপটিল ও রস টেলরের ব্যাট। তাদের চওড়া ব্যাটে সহজেই জয়ের বন্দরে নোঙর করে কেন উইলিয়ামসন বাহিনী। ৭১ বলে ৫টি করে চার-ছক্কায় হার না মানা ৮৬ রানের ইনিংস খেলেন কিউই ওপেনার। আর ৪৩ বলে ৪৫ রান করে তাকে নিয়ে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন অভিজ্ঞ টেলর।
ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন গাপটিল। এ জয়ে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজে ২-০তে এগিয়ে গেল নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড সফরটা ভালো হয়নি পাকিস্তানের। প্রথম ওয়ানডেতেও বৃষ্টি বাগড়া দেয়। পরে ডাকওয়ার্থ-লুইস মেথডে ৬১ রানে হারে সরফরাজ বাহিনী।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

