আন্তর্জাতিক ডেস্ক:
ইরানে গত সপ্তাহে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে আটক এক বিক্ষোভকারী কারাগারে আত্মহত্যা করেছেন। সোমবার এ তথ্য জানিয়েছেন দেশটির পার্লামেন্টের দুই সদস্য। এ ব্যাপারে পার্লামেন্টের সংস্কারবাদী সদস্য তাইয়েবাহ সিয়াভশি জানিয়েছেন, গোয়েন্দা মন্ত্রণালয় ও নিরাপত্তা বাহিনীর সূত্র থেকে তিনি ওই বিক্ষোভকারীর আত্মহত্যার বিষয়টি জানতে পেরেছেন। বিবিসি জানিয়েছে, রাজধানী তেহরানের এভিন কারাগারে আটক ছিলেন ২২ বছরের সিনা কানবারি। গত দুই সপ্তাহে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে আটক সহস্রাধিক বিক্ষোভকারীর মধ্যে সেও একজন। এদিকে, ইনা নামে একটি ইরানি বার্তা সংস্থা জানিয়েছে, ওই তরুণ বিক্ষোভকারীর মৃত্যুর কারণ সম্পর্কে সরকারের সুস্পষ্ট বক্তব্য জানতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা সোমবার একটি ক্যাম্পেইন শুরু করেছে।
উল্লেখ্য, ইরানে গত ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া বিক্ষোভে রাজধানীসহ সারা দেশ থেকে এক হাজারেরও বেশি বিক্ষোভকারীকে আটক করে দেশটির নিরাপত্তা বাহিনী।
দৈনিকদেশজনতা/ আই সি