২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:০২

প্রণব মুখার্জিকে ডিলিট ডিগ্রি দিচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক:

আগামী ১৬ জানুয়ারি (মঙ্গলবার) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আসছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। এসময় তাকে সম্মাননাসূচক ডিলিট ডিগ্রিতে ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার (৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চোধুরী।

এ বিষয়ে চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চোধুরী বলেন, আগামী ১৬ জানুয়ারি ভারতের সদ্য সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসবেন। আমরা বাংলাদেশের এই অকৃত্রিম বন্ধুকে ‘সম্মাননাসূচক ডিলিট’ ডিগ্রি প্রদান করবো। ইতোমধ্যেই উনি আসার সকল প্রোগ্রাম সেট করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের ৫২৩তম জরুরি সিন্ডিকেট সভায় ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে ‘সম্মাননাসূচক ডিলিট’ ডিগ্রিতে ভূষিত করার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওইদিন প্রণব মুখার্জি দুপুর ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত চবিতে অবস্থান করবেন।

বিশ্ববিদ্যালয়ে অবস্থানকালে তিনি ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্রনায়ক মাস্টারদা সূর্য সেন ও প্রীতিলতার নামে বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক হল পরিদর্শন করবেন। পরে একটি স্পেশাল সমাবর্তনের মাধ্যমে তাকে সম্মাননাসূচক এ ডিগ্রি দেওয়া হবে। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরের সামনে শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্মারক বক্তৃতা দেবেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ৯, ২০১৮ ১:৩৮ অপরাহ্ণ