দৈনিক দেশজনতা ডেস্ক:
সৌদি আরবে জিজানে সড়ক দুর্ঘটনায় নিহত নয় বাংলাদেশির মধ্যে সাতজনের পরিচয় নিশ্চিত করেছে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট। সোমবার সন্ধ্যায় জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট এ তথ্য নিশ্চিত করেছে। নিহত সাত বাংলাদেশি হলেন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার আনন্দবাজার এলাকার মোহাম্মদ আলির ছেলে মতিউর রহমান (পাসপোর্ট নং এফ ৮২৯৭৯২৮), নরসিংদী সগরের আলোকবালি সিরাজ মিয়ার ছেলে মোহাম্মদ ইডেন মিয়া ( পাসপোর্ট নং বিজে ০২৩২০৬৫), নরসিংদী সদরের করিমপুর এলামার আবু মিয়ার ছেলে আমির (পাসপোর্ট নং বিএইচ ০০৬০৮০৭), টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার জামুর্কি এলাকার রহিম মিয়ার ছেলে আমিন মিয়া (পাসপোর্ট নং বিএল ০৩১৮০৮২), একই জেলার কালিহাতি উপজেলার কস্তুরিপাড়া এলাকার আব্দুল হামিদের ছেলে সফিকুল সিকদার (পাসপোর্ট নং বিপি ০৪৭২৮৫৩), কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আবুল কাসেমের ছেলেন জসিম উদ্দিন (পাসপোর্ট নং বিএইচ ০২৯৪২১৯) এবং সিরাজগঞ্জের কামারকান্দি উপজেলার বালকদি গ্রামের আকবর আলির ছেলে মোহাম্মদ দুলাল হোসাইন (পাসপোর্ট নং বিজে ০৮৭৮৬২৩)।
গত ৬ জানুয়ারি শনিবার সকাল ৭টায় আল ফাহাদ নামে একটি সৌদি কোম্পানিতে চাকরিরত এই কর্মীরা তাদের আবাসস্থল থেকে কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন।
দৈনিক দেশজনতা/এন এইচ