১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৪

বার্সার জয়ের ধারা অব্যাহত

নিজস্ব প্রতিবেদক:

স্প্যানিশ লা লিগায় বার্সেলোনা মাঠে নামবে আর জিতবে, চলতি মৌসুমে এটাই পরিচিত দৃশ্য। ১৮ ম্যাচে ৩টি ড্র, ১৫ জয়। শেষ জয়টি এলো লেভান্তের বিপক্ষে। ন্যু ক্যাম্পে মেসি-সুয়ারেজ ও পওলিনহোর অবদানে ৩-০ গোলে তারা জিতেছে ম্যাচটি। আর লা লিগায় ৪০০ ম্যাচে ৩৬৫ গোল করে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে গোল করার রেকর্ডে বায়ার্ন মিউনিখ কিংবদন্তি জার্ড মুলারের পাশে বসেছেন মেসি।

পুরো ম্যাচজুড়েই প্রভাব বিস্তার করে খেলেছে বার্সা। লিওনেল মেসি ১২ মিনিটেই দলকে এগিয়ে দেন। বাঁ প্রান্তে থাকা জর্ডি আলবাকে লব পাস দিয়ে দ্রুত লেভান্তের ডি-বক্সে ঢুকে যান মেসি। আলবার হেড থেকে দারুণ এক ভলিতে বল জালে জড়ান এই আর্জেন্টাইন জাদুকর।

৩৮ মিনিটে আবার এগিয়ে যায় বার্সা। এবার মাসচেরানোর লং পাস থেকে লুইস সুয়ারেজকে বলের যোগান দেন সার্জিও রবার্তো। দারুণ এক ফিনিশিংয়ে গোল করেন সুয়ারেজ। ম্যাচের শেষে ইনজুরি সময়ে নিজেদের তৃতীয় গোলটি পায় বার্সেলোনা। লেভান্তের দুই ডিফেন্ডারকে কাটিয়ে ডি-বক্সের মাঝে পওলিনহোকে পাস দেন মেসি। সেখান থেকে গোল করতে ভুল হয়নি এই ব্রাজিলিয়ান মিডফিল্ডারের।

এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখল বার্সেলোনা। ১৮ ম্যাচে ৪৮ পয়েন্ট দলটির। দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের চেয়ে তারা এগিয়ে আছে ৯ পয়েন্টে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ৮, ২০১৮ ১১:৫০ পূর্বাহ্ণ