১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫০

রোনালদোদের রুখে দিল সেই সেল্তা

স্পোর্টস ডেস্ক:

নিজেদের পারফরম্যান্সে দারুণ খুশি হওয়ার কথা সেল্তা দে ভিগোর খেলোয়াড়দের। তিন দিন আগে নিজেদের মাঠ বালাইদোসে কোপা দেল রে’র ম্যাচে তারা বার্সেলোনার সাথে ড্র করেছে। এবার লা লিগায় সেই ঘরের মাঠে তারা আটকে দিল আরেক জায়ান্ট রিয়াল মাদ্রিদকে। দারুণ খেলেই ম্যাচটি ২-২ গোলে ড্র করেছে সেল্তা। এমনকি জিতলেও অবাক হওয়ার কিছু থাকত না। আর জিনেদিন জিদানের শিষ্যদের দুর্দশার মিছিল থামছেই না।

লা লিগায় প্রতিপক্ষের মাঠে গত তিন ম্যাচ ধরেই জয়হীন মাদ্রিদ। সেই ধারা বজায় থাকল এদিনও। ম্যাচের প্রথম থেকেই দারুণ আক্রমণাত্মক ফুটবল খেলেছে সেল্তা। প্রথম গোলটিও করেছে তারাই। তাদের দুই খেলোয়াড় ইয়াগো আসপাস ও দানিয়েল ওয়াস একটি করে গোলের সুযোগ ছেড়েছেন প্রথমেই। তবে ৩৩ মিনিটে আসপাসের উঁচু করে বাড়ানো বল থেকে মাদ্রিদ গোলরক্ষক কেইলর নাভাসের মাথার উপর দিয়ে দুর্দান্ত এক চিপে গোল করেন ওয়াস।

তবে রিয়ালের ত্রাতা হয়ে আসেন গ্যারেথ বেল। ৩৬ মিনিটে জার্মান মিডফিল্ডার টনি ক্রুসের বাড়ানো বল থেকে দারুণ এক ফিনিশে গোল করেন এই ওয়েলস উইঙ্গার। মাদ্রিদের হয়ে এটি ছিল বেলের ২০০তম গোল। এর দুই মিনিট পর দলকে এগিয়ে দেন বেল। এবার স্প্যানিশ মিডফিল্ডার ইসকোর পাস থেকে বল জালে জড়ান তিনি। ম্যাচের ৭২ মিনিটে সমতায় ফিরতে পারত দারুণ খেলতে থাকা সেল্তা। ডি-বক্সে আসপাসকে ফাউল করে গোল ঠেকালেও হলুদ কার্ড দেখেন মাদ্রিদ গোলরক্ষক নাভাস। সাথে সেল্তা পায় পেনাল্টি। তবে আসপাসের নেয়া সেই স্পট কিক বাঁ দিকে ঝাপিয়ে আটকে দেন নাভাস।

এরপর অবশ্য বেশি অপেক্ষা করতে হয়নি সেল্তার। ৮২ মিনিটে ওয়াসের ক্রস থেকে হেডে গোল করেন দলটির উরুগুইয়ান ফরোয়ার্ড ম্যাক্সি গোমেজ। এরপরেও অনুজ্জ্বল ক্রিস্তিয়ানো রোনালদোর সামনে সুযোগ ছিল মাদ্রিদকে এগিয়ে নেয়ার। তাতে ব্যর্থ হন তিনি। লুকাস ভাসকেজের শটও ঠেকিয়ে দেন সেল্তার গোলরক্ষক রুবেন ব্লাঙ্কো। তাই শেষপর্যন্ত ২-২ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে দল দুটি। ১৭ ম্যাচে ৩২ পয়েন্ট হলো রিয়ালের। শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ১৬ পয়েন্ট পিছিয়ে তালিকার চতুর্থ দল তারা।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ৮, ২০১৮ ১১:০০ পূর্বাহ্ণ