মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৫.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শৈতপ্রবাহের পাশাপাশি তীব্র শীতের জেকে বসেছে শ্রীমঙ্গলে। গত এক সপ্তাহের মধ্যে তাপমাত্রা হ্রস পেয়ে নতুন রেকর্ড সৃষ্টি করলো।
এরআগে গত ৪ জানুয়ারি ৮.৬, ৫ জানুয়ারি ৯.৪, ৬ জানুয়ারি ৯.৪, ৭ জানুয়ারি ৭.৬ ছিলো। এই তাপমাত্রা আরো কয়েকদিন স্থায়ী হতে পারে জানিয়েছেন আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান। তিনি আরো জানান, এখন শৈতপ্রবাহ চলছে। তাই অতীতের রেকর্ড অনুযায়ী এই তাপমাত্রা আরো কয়েকদিন স্থায়ী হতে পারে। সেই সঙ্গে কনকনে ঠান্ডা বাতাস এবং দুপুর পর্যন্ত ঘন কুয়াশা থাকতে পারে।
এদিকে গত কয়েকদিনের তীব্র ঠাণ্ডা ঘন কুয়াশার কারণে ইতোমধ্যে নিম্ন আয়ের ও শ্রমজীবী মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। সড়ক- আঞ্চলিক মহাসড়কে গাড়ির হেড লাইট জালিয়ে ধীর গতিতে চলতে দেখা গেছে।
দৈনিকদেশজনতা/ আই সি