১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:১৮

ভারতে বারে অগ্নিকাণ্ডে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের ব্যাঙ্গালুরুতে একটি বারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এক নারীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ভোররাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুন নিয়ন্ত্রণে আসলেও কারণ জানা যায়নি। খবরে বলা হয়েছে, ব্যাঙ্গালুরুর কালাসিপালিয়াম এলাকার কৈলাশ বার ও রেস্টুরেন্টে এই অগ্নিকাণ্ড ঘটে। এটি একটি ঘিঞ্চি এলাকা। নিহতরা ওই বারের কর্মচারী। তারা রাতে সেখানে ঘুমাচ্ছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে তিনজনের বয়স ২০ বছরের কাছাকাছি। মরদেহ ময়নাতদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে, সোমবার সকালে মুম্বাইয়ের সেশন জজের আদালতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে খবর দিয়েছে এনডিটিভি। আদালতের তৃতীয় তলায় লাগা আগুনে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, প্রায় এক সপ্তাহ আগেই দেশটির বাণিজ্যিক নগর মুম্বাইয়ের কমলা মিলস কম্পাউন্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৪ জন মারা যায়। যার মধ্যে ১১ জনই ছিল নারী।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ৮, ২০১৮ ১০:৩৩ পূর্বাহ্ণ