১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৮

যাত্রাবাড়ীতে ২ বাসের চাপায় চালক নিহত

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর যাত্রাবাড়ীতে দুই বাসের চাপায় এক বাসচালক নিহত হয়েছেন। রোববার দিবাগত মধ্যরাতের দিকে মাতুয়াইল সিএনজি ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাসচালকের নাম আকাশ (২৮)। তিনি শরীয়তপুর জেলার বাসিন্দা। যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় ভাড়া থাকতেন। নিহতের আত্মীয় সারোয়ার হোসেন নামে এক ব্যক্তি ঢামেকে গণমাধ্যমকে জানান, আকাশ পেশায় একজন বাসচালক। তিনি রাতে সিএনজি স্টেশন এলাকা থেকে বাসায় ফিরছিলেন। এ সময় দুটি বাসের চাপায় তিনি নিহত হন।
গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে রাত ১টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান সারোয়ার। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, নিহতের লাশ ময়নাতদন্ত জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ৮, ২০১৮ ১০:১৫ পূর্বাহ্ণ