১২ই জানুয়ারি, ২০২৬ ইং | ২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | দুপুর ১:৪৮

শাহবাগে বাসের ধাক্কায় নিরাপত্তাকর্মী নিহত

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর শাহবাগ মোড়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় হাসেম মিয়া (৫০) নামের এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। রোববার দুপুর সোয়া ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হাসেমের চাচাতো ভাই মিজানুর রহমান জানান, তারা চাঁদপুরের মতলব উত্তর উপজেলার তালতলি গ্রামের বাসিন্দা। ঢাকায় জনতা ব্যাংকের বাংলামোটর শাখার নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করতেন। ব্যাংকেই থাকতেন তিনি।

শাহবাগ থানার এসআই ভজন বিশ্বাস জানান, দুপুরে শাহবাগ মোড়ে রাস্তা পারাপারের সময় খিলগাঁও থেকে মোহাম্মদপুরগামী যাত্রীবাহী বাহন পরিবহনের একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চালক পালিয়ে গেলেও বাসটি আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :জানুয়ারি ৭, ২০১৮ ৬:২৯ অপরাহ্ণ