অনলাইন ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সৌদি আরবের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা দেওয়া হয়েছে।
স্থানীয় সময় শনিবার সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ সফররত মার্কিন প্রেসিডেন্টকে এই সম্মাননা দেন। নিরাপত্তা ও অর্থনৈতিক জোরদার করতে শনিবার সৌদির রাজধানী রিয়াদে যান মার্কিন প্রেসিডেন্ট। সফরের প্রথম দিনে রিয়াদের রয়্যাল কোর্টে ট্রাম্পের গলায় আবদুল আজিজ আল সৌদের কলার পরিয়ে দেন সৌদি বাদশাহ সালমান।
সম্মাননা দেওয়ার বিষয়ে অনুষ্ঠানের আয়োজক সালমান বলেন, ‘এই অঞ্চল (মধ্যপ্রাচ্য) ও বিশ্বের অন্যান্য প্রান্তে নিরাপত্তা ও স্থিতিশীলতা বাড়াতে তাঁর (ট্রাম্প) তৎপরতার জন্য’ এই সম্মাননা দেওয়া হলো।
এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরেসা মে ও ট্রাম্পের উত্তরসূরী বারাক ওবামাকে এই সম্মাননা দেওয়া হয়।
বিশাল এক বলরুমে আয়োজিত ওই অনুষ্ঠানে ট্রাম্পের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী মেলানিয়া ও হোয়াইট হাউসের কর্মকর্তারা। সৌদি আরবের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নতির প্রত্যয় নিয়ে শনিবার সৌদি আরবে যান ট্রাম্প। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বাদশাহ সালমানসহ সৌদি সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা। এর পর তাঁদের লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়।
দৈনিক দেশজনতা/এমএম
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

