২৪শে নভেম্বর, ২০২৪ ইং | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:০৭

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১০, আহত ১৫

দৈনিক দেশজনতা ডেস্ক:

সৌদি আরবে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ১৫ জন।

শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় জিজান প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।

রিয়াদে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে ২০ বাংলাদেশি শ্রমিক বহনকারী ট্রাককে একটি গাড়ি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে আটজন এবং হাসপাতালে নেয়ার পর আরও দুই বাংলাদেশি নিহত হন।

দূতাবাস কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাদের পক্ষ থেকে তাৎক্ষণিক হতাহতদের পরিচয় নিশ্চিত করা হয়নি।

তবে নিহতদের দুজন টাঙ্গাইলের বলে জানিয়েছেন তাদের স্বজনরা। এ দু’জন হলেন- দেলদুয়ার উপজেলার ডুবাইল গ্রামের আবদুর রহিম মিয়ার ছেলে আমিন মিয়া (৩২) এবং কালিহাতী উপজেলার কস্তুরিপাড়া এলাকার হামেদ আলীর শফিকুল ইসলাম (৩৫)।

এদিকে সৌদি গণমাধ্যমগুলো জানিয়েছে, ওই দুর্ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জানুয়ারি ৭, ২০১৮ ৪:৪৬ অপরাহ্ণ