১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৮

লালমনিরহাটের বাইপাস সড়ক যেন মরণ ফাঁদ

নিজস্ব প্রতিবেদক:

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোয়ানীতে অবস্থিত তিস্তা ব্যারাজ। এই ব্যারাজ রক্ষার লক্ষ্যেনির্মিত হয়েছে ফ্লাড বাইপাস সড়ক। দৃশ্য দেখে মনে হচ্ছে ইহা ফ্লাড বাইপাস নয় যেন মরণফাঁদ। কারণ এবারের স্বরণকালের স্বরণীয় বন্যায় তিস্তা ব্যারাজ রক্ষায় ওই বাঁধ কেটে দিয়ে পানি নিস্কাশনের ব্যবস্থা করে ডালিয়া পানি উন্নয়ন বোর্ড। সে সময় বাঁধটি কেটে দেয়ায় পানির তোড়ে ভাটিতে অনেক ঘর বাড়ি, রাস্তা ঘাট, কালভার্টসহ বিভিন্ন স্থাপনা নদী গর্ভে বিলিন হয়ে গেছে। ফসলেরও ব্যাপক ক্ষয়-ক্ষতি সাধিত হয়েছে। এছাড়াও ফ্লাড বাইপাস ভেঙ্গে যাওয়ায় সড়কটিতে খানাখন্দ ও মাঝে মাঝে বড় বড় গর্তের সৃস্টি হয়েছে। বর্ষা মৌসূম শেষে শীতকাল এলেও ফ্লাড বাইপাস সংস্কারে আজও নজর দেয়নি পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। তাদের উদাসীনতার কারণে জনগনের ভোগান্তি বেড়েছে চরমে। দুভোর্গের অপর নাম দোয়ানী ফ্লাড বাইপাস সড়ক অভিমত ভুক্তভোগীদের। খানাখন্দকে ভরা যোগাযোগের অনুপযোগী গুরুত্বপূর্ন এ সড়কে প্রতিদিনেই ঘটছে দূর্ঘটনা। লালমনিরহাটের বুড়িমারী, পাটগ্রাম, বাউরা, বড়খাতা, সানিয়াজান ও দোয়ানীর বাসিন্দাদের রংপুর যাতায়েতের সহজ পথ এ সড়কটি চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে চিকিৎসার জন্য রোগী নিয়ে রংপুর মেডিবেল কলেজ হাসপাতালে যাতায়াতের ক্ষেত্রে সহজতর হলেও কর্তৃপক্ষের উদাসিনতার কারনে আজও সংস্কার হয়নি সড়কটি। মাইক্রোবাস, পিকআপ, এ্যাম্বুলেন্স, মাহিন্দ্র, ইজিবাইক, আটোভ্যান ও টেম্পুসহ অন্যান্য যানবাহন চলাচল করতে হিমশিম খাচ্ছে চালকরা। প্রতিনিয়ত শিশু বৃদ্ধ ও রোগী নিয়ে এ সড়ক পথে হাজার হাজার যাত্রী জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। এতে প্রায় প্রতিদিনেই ঘটছে দূর্ঘটনা।

ইজিবাইকের চালক দুলু মিয়া, শফিকুল ইসলাম জানান, খানাখন্দে ভরা সড়কে ইজিবাইক চালানোর সময় গাড়ি নিয়ন্ত্রণ ঠিক রাখতে না পারায় প্রায়ই দূঘর্টনার সম্মুখীন হতে হয়। দূর্ঘটনার হাত থেকে জানমাল রক্ষার জন্য সড়কটি মেরামত করা আশু প্রয়োজন।

গড্ডিমারী ইউপি চেয়ারম্যান ডা. আতিয়ার রহমান বলেন, ফ্লাড বাইপাস সড়কটি চলাচলে অনুপযোগী। ইহা সংস্কারে ডালিয়া পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলীকে একাধিকবার তাগিদ দিলেও আজও সংস্কার হয়নি। ইতোপূর্বে সড়ক দূর্ঘটনায় আমার ইউনিয়নের খাদেম আলীর পুত্র আব্দুল হামিদ, সেকেন্দারের পুত্র আজগার আলী ও মোকছেদ আলীর পুত্র আমিনুর রহমান গুরুতর আহত হয়ে বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন।

এ ব্যাপারে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলী যান্ত্রিক বিভাগ একেএম শামসুজ্জোহা বলেন, ফ্লাড বাইপাস সড়কটি সংস্কারে উর্দ্ধতন কতৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ পেলে মেরামত করা হবে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জানুয়ারি ৭, ২০১৮ ৩:৪৫ অপরাহ্ণ