২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৮:৪৫

যশোরে দু’গ্রুপের বন্দুকযুদ্ধে নিহত ১

নিজস্ব প্রতিবেদক:

যশোরের মণিরামপুরে সন্ত্রাসীদের দু’গ্রুপের বন্দুকযুদ্ধে রাজু সরদার (২৮) নামে ২৯ মামলায় অভিযুক্ত এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত রাজু এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে ঝিকরগাছার আওয়ামী লীগকর্মী মিলন হত্যাসহ অন্তত ২৯ মামলা রয়েছে। রোববার ভোরে যশোরে মণিরামপুর উপজেলার স্মরণপুর গ্রামে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহত রাজু সরদার ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর সরদারপাড়ার রবিউল সরদারের ছেলে। যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান জানান, ভোরে যশোরে মণিরামপুর উপজেলার স্মরণপুর গ্রামে দুদল সন্ত্রাসী বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় রাজু সরদারকে উদ্ধার করে। পরে হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বিরুদ্ধে হত্যাসহ ২৯ মামলা রয়েছে বলে জানান পুলিশ সুপার।
নিহত রাজু সরদার ঝিকরগাছার আওয়ামী লীগকর্মী মিলন হত্যাকাণ্ডের প্রধান আসামি। গত বছরের ১৬ ডিসেম্বর ঝিকরগাছা উপজেলার কাটাখাল এলাকায় ছুরিকাঘাতে মিলন নিহত হন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ৭, ২০১৮ ৩:২৮ অপরাহ্ণ