১০ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৯:২০

নরসিংদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর মাধবদী উপজেলার মেঘনা বাজার নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধু নিহত হয়েছেন। নিহতরা হলেন-উপজেলার পাইচার ইউনিয়ন পরিষদের সদস্য এমদাদের ছেলে রফিকুল ইসলাম (২৫) এবং রফিকুলের দুই বন্ধু শাহিন (৩৩) ও কাউছার (২৮)। রোববার সকাল ৯টার দিকে ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মাধবদী থানার উপপরিদর্শক (এসআই) নাছির উদ্দিন।
এসআই নাছির উদ্দিন আরও জানান, সকালে ঘন কুয়াশার কারণে একটু দূরের কিছুও দেখা যাচ্ছিল না। এ অবস্থায় ওই তিনজনসহ মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি দেয়ালে ধাক্কা খেয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন আরোহীর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের লাশ উদ্ধার করেছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ৭, ২০১৮ ১২:১১ অপরাহ্ণ