২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০১

আইপিএলে চেন্নাইয়ের কোচ হাসি

স্পোর্টস ডেস্ক:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এবারের আসরে চেন্নাই সুপার কিংসের কোচ হিসাবে দায়িত্ব পালন করবেন অস্ট্রেলিয়া দলের সাবেক ব্যাটসম্যান মাইকেল হাসি। আগামী ৪ এপ্রিল শুরু হবে আইপিএলের ১১তম আসর। ২০১৩ সালের আসরে তিনি সেরা রান সংগ্রহকারী হিসাবে অরেঞ্জ ক্যাপ জিতেছিলেন। ৪২ বছর বয়সী হাসি এর আগে চেন্নাই সুপার কিংসের হয়ে দুই মেয়াদে খেলেছেন। প্রথম মেয়াদটি ছিল ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত। ২০১৪ সালে তিনি খেলেছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। ২০১৫ সালে তিনি আবার খেলেন চেন্নাই সুপার কিংসের হয়ে।

মাইকেল হাসি বলেছেন, ‘চেন্নাই সুপার কিংসে ফিরতে পেরে আমি রোমাঞ্চিত। আমি খেলোয়াড়দের সঙ্গে কাজ করব। তারা যেন নিজেদের সেরাটা দিতে পারে আমি সেজন্য তাদের সহযোগিতা করব। দলও যাতে সফলতা অর্জন করতে পারে সেজন্য কাজ করব।’ তিনি আরও বলেন, ‘খেলোয়াড় হিসাবে চেন্নাইয়ে আমার ভালো স্মৃতি আছে। সেখানে আমার অনেক বন্ধু আছে। এখন আমি নতুন প্রজন্মের খেলোয়াড়দের ভালো কিছু দিতে চাই। টুর্নামেন্টে চেন্নাই ফিরেছে এটা ভালো লাগছে। আমি নিশ্চিত যে ভক্তরাও অনেক খুশি হয়েছে।’

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ৭, ২০১৮ ১১:৪৪ পূর্বাহ্ণ