নিজস্ব প্রতিবেদক:
অ্যাশেজের সিডনি টেস্টে দুই দিনেরও বেশি সময় ধরে ইংল্যান্ডকে খাটিয়ে মেরেছে অস্ট্রেলিয়া। তারপরও রোববার সকালটা একটু আলাদা ছিল। কারণ, আগের দিনে অপরাজিত দুই ভাই শন মার্শ ও মিচেল মার্শ তুলে নিয়েছেন সেঞ্চুরি। এই দুই ভাইয়ের ১৬৯ রানের জুটির বদৌলতে অজিরা চতুর্থদিনে ৭ উইকেটে ৬৪৯ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে। সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার মার্ক ওয়া ও স্টিভ ওয়ার পর দুই ভাইয়ের এক টেস্টের একই ইনিংসে সেঞ্চুরি করার কীর্তি এই প্রথম।
দিনের পঞ্চম বলেই সেঞ্চুরি তুলে নেন মার্শ ভাইদের বড়জন শন। তবে মিচেলের সেঞ্চুরির জন্য অপেক্ষা করতে হয়েছে পানীয় বিরতির পর পর্যন্ত। একটা মজার ঘটনাও ঘটেছে তখন। একটি সিঙ্গেল নিয়ে মিচেল সেঞ্চুরি পূর্ণ করলে দুই ভাই মিলে ক্রিজের মাঝখানে উল্লাসে মেতে ওঠেন। কিন্তু বলটি বাউন্ডারি লাইন অতিক্রম না করায় দুজনে তাড়াতাড়ি দৌঁড়ে দ্বিতীয় রানটি পুরো করেন এবং হাসিতে ফেটে পড়েন। ড্রেসিংরুমে সতীর্থরা এবং গ্যালারির দর্শকেরা দাঁড়িয়ে তাদের অভিবাদন জানান। সেঞ্চুরি করার পরের বলেই উইকেট হারান মিচেল। ১০১ রান করে তিনি সাজঘরে ফেরেন। শন ১৫৬ রান করে রান আউট হন। এটা ছিল ৩৪ বছর বয়সী শন মার্শ ও ২৬ বছর বয়সী মিচেল মার্শের একসাথে খেলা চতুর্থ টেস্ট।
এর আগে দুই ভাইয়ের একই ইনিংসে সেঞ্চুরি করার সর্বশেষ ঘটনা ছিল অস্ট্রেলিয় ক্রিকেট গ্রেট স্টিভ ওয়া এবং তার যমজ ভাই মার্ক ওয়ার। ২০০১ সালের অ্যাশেজে কেনিংটন ওভাল মাঠে এই দুইভাই মিলে ১৯৭ রানের জুটি গড়েন। স্টিভ ১৫৭ ও মার্ক ১২০ রানের ইনিংস খেলেন। কিংসটনে ১৯৯৫ সালে এই দুই ভাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি তো করেছিলেন, ২৩১ রানের জুটিও গড়েছিলেন।
তবে অস্ট্রেলিয় ভাইদের মধ্যে রেকর্ড জুটি গড়েছেন আরেক দুই কিংবদন্তি ইয়ান চ্যাপেল ও গ্রেগ চ্যাপেলের। ওয়েলিংটনে ১৯৭৪ সালে চ্যাপেল ব্রাদার্স নিউজিল্যান্ডের বিপক্ষে ২৬৪ রান তুলেছিলেন। ছোট ভাই গ্রেগ অপরাজিত ২৪৭ এবং বড় ভাই ইয়ান ১৪৫ রানের ইনিংস খেলেছিলেন। সেই টেস্টের দ্বিতীয় ইনিংসেই দুজনে যথাক্রমে ১৩৩ ও ১২১ রান করেছিলেন।
ক্রিকেট মাঠে ভাইদের কথা বললে চলে আসে জিম্বাবুয়ের ফ্লাওয়ার ব্রাদার্সের নাম। এই দুজনের ২৬৯ রানের জুটি ভাইদের তালিকায় সর্বোচ্চ। ১৯৯৫ সালে হারারেতে পাকিস্তানের বিপক্ষে এই জুটি গড়েছিলেন তারা। বড় ভাই অ্যান্ডি ১৫৬ করলেও ছোট ভাই গ্র্যান্ট খেলেছিলেন ২০১ রানের ইনিংস খেলেছিলেন।
পাকিস্তানের দুই ভাই মুশতাক মোহাম্মদ ও সাদিক মোহাম্মদের নামও আছে এই তালিকায়। ১৯৭৬ সালে পাকিস্তানের হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ভাইই সেঞ্চুরি করেছিলেন। ছোটভাই সাদিক ওপেনিংয়ে নেমে পুরো ইনিংসজুড়ে ব্যাট করে ১০৩ রানে অপরাজিত ছিলেন। আর মুশতাক ১০১ রান করে রান আউট হয়েছিলেন।
দৈনিক দেশজনতা /এমএইচ