১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৮

পাকিস্তানে সামরিক ঘাঁটি বানাতে যাচ্ছে চীন

আন্তর্জাতিক ডেস্ক:

চীন পাকিস্তানে একটি নৌ-ঘাঁটি নির্মাণ করবে বলে জানিয়েছে। সামরিক তথা নিরাপত্তা সহায়তা বন্ধ করা নিয়ে যখন পাক-মার্কিন সম্পর্কে উত্তেজনা চলছে তখন এমন ঘোষণা দিলো চীন। সাউথ চায়না মর্নিং পোস্ট নামের একটি চীনা গণমাধ্যম শনিবার জানিয়েছে, পাকিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের গোয়াদর বন্দরে এই নৌ-ঘাঁটি নির্মাণ করবে চীন।

ওই বন্দরে আসা সামরিক জাহাজগুলোকে ‘বিশেষ সেবা’ দিতে এই নৌ-ঘাঁটি নির্মাণ করা হবে। বর্তমানে বাণিজ্যিক জাহাজ মেরামতের যে ব্যবস্থাপনা গোয়াদর বন্দরে রয়েছে তা দিয়ে সামরিক জাহাজকে সেবা দেয়া সম্ভব নয় বলে খবরে বলা হয়েছে।

সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, গোয়াদর বন্দর বেসামরিক স্থাপনা হওয়ায় সেখানে সামরিক সরঞ্জাম নিয়ে যাওয়া যুক্তিসঙ্গত কাজ হবে না। এ কারণে সেখানে আলাদা নৌ-ঘাঁটি নির্মাণ করবে চীন। চীনা সামরিক বিশ্লেষক ঝৌ চেনমিং দৈনিকটিকে বলেছেন, গোয়াদর বর্তমানে পূর্ণাঙ্গ বেসামরিক বন্দরে পরিণত হওয়ায় সেখানে নৌ-ঘাঁটি নির্মাণ জরুরি হয়ে পড়েছে।

গত বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিদার নুয়ের্ত ঘোষণা করেন, আফগানিস্তানে তৎপর সন্ত্রাসীদের আশ্রয় দেয়া বন্ধ না করা পর্যন্ত পাকিস্তানের প্রতি নিরাপত্তা সহায়তা বাবদ আর্থিক অনুদান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। পরদিন শুক্রবার এ ব্যাপারে কঠোর প্রতিক্রিয়া দেখায় ইসলামাবাদ।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ৭, ২০১৮ ১১:০৮ পূর্বাহ্ণ