১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪৪

সারাদেশে বাড়ছে শীতের তীব্রতা, থাকবে ১১ জানুয়ারি পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক:

দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় চলছে তীব্র শৈত্যপ্রবাহ। যা ধীরে ধীরে দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলেও ছড়িয়ে পড়ছে। ঢাকা বিভাগের তাপমাত্রাও নেমে এসেছে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে।

আবাহাওয়া অধিদফতর বলছে, তাপমাত্রা ৪ ডিগ্রি থেকে ৬ ডিগ্রি হলে তা তীব্র শৈত্যপ্রবাহ বলে গণ্য করা হয়। এছাড়া ৬ থেকে ৮ ডিগ্রি তাপমাত্রা হলে মাঝারি এবং তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি হলে তা হালকা শৈত্যপ্রবাহ বলে ধরা হয়। সে হিসাবে দেশের কোথাও তীব্র শৈত্যপ্রবাহ, কোথাও মাঝারি, কোথাও আবার হালকা শৈত্যপ্রবাহ বইছে। এছাড়া বেড়েছে ঘন কুয়াশাও।

আজ শনিবার ঢাকা জেলা ও তার আশপাশে তাপমাত্রা বিরাজ করছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। রাতে আরো ৩ ডিগ্রির মতো কমবে।

তীব্র শীতে কাঁপছে রাজশাহী
গত ২৪ ঘণ্টার এক পরিসংখ্যান থেকে আবাহওয়া অফিস শনিবার সকাল জানিয়েছে, দেশের সবচেয়ে কম তাপমাত্রা ছিল রাজশাহী ও চুয়াডাঙ্গায়, সেখানে ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর। অর্থাৎ, এই দুই স্থানে তীব্র শৈত্যপ্রবাহ চলছে।

এছাড়া, ঈশ্বরদীতে ৭ দশমিক ২ ডিগ্রি, বগুড়ায় ৮ ডিগ্রি, বদলগাছীতে ৭ দশমিক ৫ ডিগ্রি, তাড়াশে ৮ দশমিক ৮ ডিগ্রি, রংপুরে ১০ ডিগ্রি, দিনাজপুরে ৭ দশমিক ৪ ডিগ্রি, সৈয়দপুরে ৮ দশমিক ৫ ডিগ্রি, তেঁতুলিয়ায় ৯ দশমিক ৪ ডিগ্রি, রাজারহাটে ১০ ডিগ্রি, খুলনায় ৯ দশমিক ৮ ডিগ্রি, সাতক্ষীরায় ৯ ডিগ্রি, কুমারখালীতে ৯ ডিগ্রি, শ্রীমঙ্গলে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলিসিয়াস তাপামাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর।

আর গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগের সর্বনিম্ন তাপামাত্রা ছিল গোপালগঞ্জে, ৯ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে টাঙ্গাইল ও ফরিদপুর ৯ দশমিক ২ ডিগ্রি সেলিসিয়াস, মাদারীপুরে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং নিকলিতে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ নিঝুম রোকেয়া আহমেদ জানান, রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা পড়তে শুরু করেছে। তবে দেশের সব জায়গায় একই অবস্থা নয়। কোথাও কোথাও ঘন, কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা। এটি দেশের অনেক স্থানে দুপুর পর্যন্ত অব্যাহত থাকবে।

আবহাওয়ার বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকবে ১১ জানুয়ারি পর্যন্ত। এ সময় রাত থেকে সকাল পর্যন্ত কয়াশাজনিত সতর্ক সংকেত দেখিয়ে নৌ, আকাশ ও সড়ক পথের যানবাহনগুলোকে সাবধানে চলাচল করতে বলেছে আবহওয়া বিভাগ।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জানুয়ারি ৬, ২০১৮ ৫:২৭ অপরাহ্ণ