১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৫

কারসাজি করে দ্রব্যমূল্যের দাম বাড়ানো হচ্ছে : দিলীপ বড়ুয়া

নিজস্ব প্রতিবেদক:

খাদ্যদ্রব্যের দাম বাড়ার মূল কারণ হচ্ছে অসাধু মজুদদার ও অধিক পরিমাণে মুনাফা লাভের প্রবণতা। সিন্ডিকেট করে কোনো রকম কারণ ছাড়াই দাম বাড়িয়ে দেয় তারা। একটি স্বার্থবাজ মহল সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য এই অপতৎপরতা করছে বলে আমি মনে করি। তাদের দৌরাত্ম্য কমাতে প্রধানমন্ত্রী নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। সাংবাদিকদের সাথে আলাপকালে সাবেক বাণিজ্যমন্ত্রী দিলীপ বড়ুয়া এই সব কথা বলেন।

তিনি আরও বলেন, সরকার মজুদদারদের সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিলে খাদ্যদ্রব্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মাঝে থাকবে। ভবিষ্যতে যাতে তারা দাম বাড়াতে না পারে এই জন্য প্রতিনিয়ত মনিটরিং করে যেতে হবে এবং এর জন্য যা যা করা দরকার তা সরকার করে যাচ্ছে বলে আমি বিশ্বাস করি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাস্তা ঘাটে শুধু চাঁদাবাজী না, এর পিছনে অনেক কিছু দায়ী। এখানে অনেকেই অনেক কথা বলবেন, কেউ বলবে উৎপাদন কম হয়েছে, কেউ বলবে সময়মতো চাল সিদ্ধ হয়নি। এ সব কিছুকে চিহ্নিত করে সরকারের নিয়ন্ত্রণে রাখতে হবে। তা হলেই খাদ্যদ্রব্যের দাম সাধারণ জনগণের হাতের নাগালে চলে আসবে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ৬, ২০১৮ ২:৩৯ অপরাহ্ণ