১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৪

গাজীপুরে কারখানার গুদামে আগুন

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার এলাকার এসএম নিটওয়্যার লিমিটেড নামের একটি কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ওই গুদামের কাপড় ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিস বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার বাঘেরবাজার এলাকার শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে এসএম নিটওয়্যার লিমিটেড কারখানার গুদামে আগুন লাগে।

খবর পেয়ে জয়দেবপুর ও শ্রীপুর ফায়ার সর্ভিসের চারটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ওই গুদামে থাকা কাপড় ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ৬, ২০১৮ ২:০৬ অপরাহ্ণ