১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:৫২

আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানের কাবুলে আত্মঘাতী বোমা হামলায় ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৭ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হামলার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। বৃহস্পতিবার সন্ধ্যায় কাবুলের দূতাবাস এলাকায় নিরাপত্তারক্ষীদের একটি দলের কাছে এই হামলা চালানো হয়।

কাবুল পুলিশের মুখপাত্র বশির মুজাহিদ বলেন, সম্ভাব্য বিক্ষোভ ঠেকাতে পুলিশ বাহিনীর সদস্যরা সেখানে অবস্থান করছিলেন। এ সময় নিরাপত্তা বাহিনীর পোশাক পরিধান করা এক ব্যক্তি তাদের দিকে এগিয়ে এসে ভেস্টের বিস্ফোরণ ঘটালে এই হতাহতের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর ঘটনাস্থলেই ১১ জন এবং হাসপাতালে নেয়ার পর আরও নয়জন মারা যায়। গত মাসেই আফগানিস্তানে বেশ কয়েকটি শক্তিশালী হামলার ঘটনা ঘটে। এতে অনেক লোকের প্রাণহানী ঘটছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ৬, ২০১৮ ১১:৪৫ পূর্বাহ্ণ