নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরে সিটি করপোরেশনের গাছা কালিগাছতলা এলাকায় একটি বাড়িতে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর এ ঘটনায় শিশুসহ অন্তত ২ দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- বাড়ির কেয়ারকেটার দুলাল মিয়া (৪৫) ও উষা মনি নামের চার বছরের শিশু। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কালিগাছতলার আব্দুল মালেক মিয়ার ভাড়াবাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান বলেন, বাড়িটির প্রথম ও দ্বিতীয় তলার টয়লেটের সেফটিক ট্যাঙ্ক, পানির ট্যাপ কিংবা চুলার গ্যাস শীতের দিনে বদ্ধ ঘরে জমে ছিল। পরে বৈদ্যুতিক শর্টসার্কিট কিংবা অন্য কোনো উৎস থেকে আগুনের সূত্রপাত হলে তা বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে ঢামেকে পাঠানো হয়।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

