১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২০

নিরাপত্তা পরিষদে ইরান বিরোধী বৈঠক ব্যর্থ

আন্তর্জাতিক ডেস্ক:

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুষ্ঠিত ইরান বিরোধী বৈঠক ব্যর্থ হয়েছে। ইরানে দ্রব্যমূল্য বৃদ্ধি, কর্মসংস্থান সহ অর্থনৈতিক ইস্যুতে সাম্প্রতিক বিক্ষোভকারীদের প্রতি যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও সৌদি আরবের সমর্থন ঘোষণার পর মার্কিন প্রশাসন ওই বৈঠকের উদ্যোগ নিয়েছিল। কিন্তু পরিষদের বেশিরভাগ সদস্যদেশ মার্কিন উদ্যোগের বিরোধিতা করে বলেছে, এটি ইরানের অভ্যন্তরীণ বিষয়।
শুক্রবার রাতে অনুষ্ঠিত বৈঠকে জাতিসংঘে নিযুক্ত ইরানের প্রতিনিধি গোলামআলী খোশরু আমেরিকায় সরকার বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর আচরণের কথা স্মরণ করিয়ে দেন।
তিনি বলেন, ইরানের ব্যাপারে কথা বলার কোনো নৈতিক বা রাজনৈতিক অধিকার আমেরিকার নেই। তিনি আরো বলেন, দুঃখজনকভাবে মার্কিন সরকারের নির্বুদ্ধিতার কারণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এমন একটি বিষয়ে বৈঠকে বসেছে যে বিষয়টি নিয়ে কাজ করা এই পরিষদের দায়িত্ব নয়।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ৬, ২০১৮ ১০:০৭ পূর্বাহ্ণ